ফুলবাড়ীতে কোরবানির চাহিদার চেয়েও বেশি পশু প্রস্তুত

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)
প্রকাশ : ২১ মে ২০২৫, ১৯: ৫০

ঈদুল আজহা উপলক্ষে এ বছর কোরবানির জন্য পশুর চাহিদার চেয়ে তিন হাজার পশু বেশি প্রস্তুত দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খামারিদের কাছে। এর মধ্যে বেশিরভাগই দেশি জাতের পশু। কদিন পরই পুরোদমে শুরু হবে কোরবানির পশু বেচাকেনা। তাই শেষ প্রস্তুতি হিসেবে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। স্থানীয় চাহিদা মিটিয়ে বাড়তি পশু বিভিন্ন জেলায় সরবরাহ করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলায় নিবন্ধিত খামার রয়েছে মোট ৪১টি। এর মধ্যে দুগ্ধ খামার ৩৪টি, মোটাতাজাকরণ খামার ছয়টি ও ছাগলের নিবন্ধিত খামার একটি। অন্যদিকে অনিবন্ধিত খামার ৬৬৭টি। এর মধ্যে দুগ্ধ খামার ২৮০টি, মোটাতাজাকরণ খামার ২৫৭টি, ছাগলের খামার ১১১টি ও ভেড়ার খামার ১৯টি।

এবার ফুলবাড়ী উপজেলায় কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে ১২ হাজার ৬১৩টি। কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ১৫ হাজার ৭৯৮টি পশু, যেক্ষেত্রে চাহিদার চেয়েও তিন হাজার ১৮৫টি পশু বেশি রয়েছে। এসব পশু এ উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো সম্ভব হবে। কোরবানির জন্য মোট প্রস্তুতকৃত গরু রয়েছে ছয় হাজার ৬৪৫টি। এর মধ্যে ষাঁড় চার হাজার ৯টি, বলদ ৪৯৫টি, গাভি ২ হাজার ১৪১টি, ছাগল ৭ হাজার ৭০৫টি ও ভেড়া রয়েছে ১ হাজার ৪৪৮টি।

উপজেলায় কৃষক পর্যায়ে মোট গরু রয়েছে ১ লাখ ৪৩ হাজার ৬৩টি, মহিষ ৭০টি, ছাগল ৮৫ হাজার ৬৯০টি ও ভেড়া ৫ হাজার ৫৩টি। এর মধ্যে কোরবানিযোগ্য গরু ৬ হাজার ৬৪৫টি, ছাগল ৭ হাজার ৭০৫টি ও ভেড়া ১ হাজার ৪৪৮টি। ফুলবাড়ী উপজেলায় আটটি হাট রয়েছে। এর মধ্যে বারাই হাট, আম ডুঙ্গি হাট, মাদিলা হাট, আটপুকুর হাট ও পৌরসভা পরিচালিত পশু হাটে কোরবানির এসব পশু বেচাকেনা হবে।

স্থানীয় খামারিরা বলছেন, এবার পর্যাপ্ত দেশি জাতের গরু পালন করেছেন। গরুকে খাবার হিসেবে কাঁচা ঘাস, ব্র্যান্ড, খৈল, ভুট্টা, ধানের কুঁড়াসহ প্রাকৃতিক খাবার খাওয়ানো হচ্ছে। তবে পশুখাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ অনেক বেড়ে গেছে।

এদিকে ফুলবাড়ীর ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান রোধে আমাদের সার্বক্ষণিক কঠোর নজরদারি রয়েছে। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

এর স্বত্বাধিকারী রুহুল আমিন বলেন, 'আমাদের খামারে কোরবানির জন্য প্রস্তুত করা দেশি গরুসহ ক্রস ব্রাহামা, শাহিওয়াল, নেপালি, হরিয়ানা ও উন্নত জাতের ১৯০টি গরু রয়েছে। এ ছাড়া উন্নত জাতের দুটো মহিষ রয়েছে। এর মধ্যে দেশি গরুই বেশি।'

আমিন এগ্রো ফার্মের ম্যানেজার ওমর ফারুক বলেন, 'আমাদের খামারে কোরবানির জন্য প্রায় ২০০ গরু প্রস্তুত রয়েছে। এর মধ্যে দেশি জাতের গরুই বেশি। এরই মধ্যে ২০টি গরু বিক্রি করা হয়েছে। এবার ছোট সাইজের গরুর চাহিদা বেশি, বড় গরুর ক্রেতা একটু কম।'

এদিকে স্বাস্থ্যসম্মতভাবে হৃষ্টপুষ্টকরণ, প্রাকৃতিক উপায়ে পশু পালন এবং বাজারজাতকরণে খামারিদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান।

প্রাণিসম্পদের এই কর্মকর্তা বলেন, 'চলতি বছর এ উপজেলায় কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে ১২ হাজার ৬১৩টি। কোরবানির জন্য পশু প্রস্তুত করা হয়েছে ১৫ হাজার ৭৯৮টি পশু। এক্ষেত্রে চাহিদার চেয়েও ৩ হাজার ১৮৫টি পশু বেশি রয়েছে, যা এ উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো সম্ভব হবে।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত