সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে বিএনপি: ডা. জাহিদ

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৭: ৩৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন হবে বৈষম্যহীন। সবার জন্য সমান সুযোগ ও ন্যায়সঙ্গত রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করা হবে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ উপজেলায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনাই আমাদের প্রধান দায়িত্ব।

বিজ্ঞাপন

ডা. জাহিদ বলেন, এ দেশের সম্পদ দেশের মানুষের। উন্নয়ন হবে জনগণের প্রয়োজনের ভিত্তিতে, নয় একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানে যে বৈষম্য সৃষ্টি হয়েছে, তা দূর করতে জনগণের ঐক্য প্রয়োজন।

এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান,উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আল মামুন প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত