কম টাকা ব্যয় করে নির্বাচন করছেন সিলেট-৬ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তারা সবাই অনুদানের টাকায় নির্বাচন করবেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। হলফনামা বিশ্লেষণে দেখা যায়, বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনি আসনে বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী। নির্বাচনে তিনি সম্ভাব্য ব্যয় করবেন ৬৫ লাখ টাকা।
এর মধ্যে নিজের আয় থেকে ব্যয় করবেন ১৫ লাখ টাকা। ফ্রান্সপ্রবাসী এক শুভানুধ্যায়ী দেবেন ৩৫ লাখ টাকা। এ ছাড়া ১৫ লাখ টাকা দেবেন ফ্রান্স ও যুক্তরাজ্যপ্রবাসী দুই চাচাতো ভাই এবং দেশে থাকা এক খালাত বোন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বিয়ানীবাজারের সভাপতি অ্যাডভোকেট মো. আমান উদ্দিন বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জ প্রবাসী অধ্যুষিত অঞ্চল। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের নির্বাচনে এখানে সব সময় যেমন প্রবাসী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন, তেমনি প্রবাসী স্বজন-শুভানুধ্যায়ীদের টাকায়ও প্রার্থীদের অনেকে নির্বাচনি ব্যয় মেটান। এবারও এর ব্যতিক্রম নয়।
সিলেট-৬ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিনজন নিজ আয়ের পাশাপাশি প্রবাসীদের কাছ থেকে পাওয়া টাকাও ব্যয় করবেন। বিএনপির এমরান আহমদ চৌধুরী সম্ভাব্য ব্যয় করবেন ৬৫ লাখ টাকা। এর অধিকাংশই তিনি পেয়েছেন প্রবাসী স্বজন-শুভানুধ্যায়ীর কাছ থেকে। জাতীয় পার্টির মোহাম্মদ আবদুন নূর খরচ করবেন ২৫ লাখ টাকা। এর মধ্যে প্রবাসী আত্মীয়-স্বজনের কাছ থেকে দান পেয়েছেন ২২ লাখ টাকা।
স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম ২৪ লাখ টাকার মধ্যে ভাইয়ের প্রবাসী আয়ের ২০ লাখ টাকা দান পাচ্ছেন। অপর দুই প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর মোহাম্মদ সেলিম উদ্দিন ২৪ লাখ ১৩ হাজার এবং গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান ২৫ লাখ টাকা খরচ করবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

