মৌলভীবাজারে সয়াবিন তেল মজুতদারের বিরুদ্ধে অভিযান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ১৫: ১৯

মৌলভীবাজারে সয়াবিন তেল মজুতদারের বিরুদ্ধে জেলা প্রশাসনের নির্দেশে অভিযানে নেমেছে স্থানীয় প্রশাসন। বাজারে সংকট রেখে তেল মজুত রাখায় জেলা শহরের পশ্চিমবাজারের ইমরান অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা ও সোহেল ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

এ দুটি ব্যবসা প্রতিষ্ঠানে সয়াবিন তেল ১ হাজার ৭৩১ লিটার, চিনি ৪ হাজার ৭৫০ কেজি, ছোলা ২ হাজার ৮৫০ কেজি। মেয়াদোত্তীর্ণ দ্রব্যসামগ্রী মরিচের গুঁড়ো ৩ কেজি, কোমল পানীয় ১ লিটার ৬ কেইস মজুত পাওয়া যায়।

বিজ্ঞাপন

রোববার রাত ১১টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন মেজর মেহেদী হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তাজ উদ্দিন।

মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দীন বলেন, আমরা দেখছি রমজান এলে এই সময় আমাদের কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে তারা যেন সংযমতার পরিবর্তে আরও লোভী হয়ে পড়ে। যে নিত্যপণ্যগুলো আমাদের বেশি প্রয়োজন সেইগুলোর মজুতদারি দাম বৃদ্ধিসহ নানা কারসাজি তারা করে থাকে তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত