আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে পিআইবির নির্বাচনবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

সিলেট ব্যুরো

সিলেটে পিআইবির নির্বাচনবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, সাংবাদিক ও প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব। আসন্ন গণভোটে প্রচারণার ক্ষেত্রেও সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জনগণ গণভোট সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।

বিজ্ঞাপন

রোববার সিলেট প্রেসক্লাবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত দুই দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর। বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ এবং সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ। প্রশিক্ষণ সমন্বয়কারী পিআইবির সিনিয়র প্রশিক্ষক মো. শাহ আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

জেলা প্রশাসক আরো বলেন, নির্বাচনের প্রতিটি রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে সাংবাদিকদের বড় ভূমিকা রয়েছে। পিআইবি যে কার্যক্রম পরিচালনা করছে, তা প্রশংসার দাবি রাখে। এ ধরনের প্রশিক্ষণ আরও আগে আয়োজন করা হলে ভালো হতো। প্রশিক্ষণ ছাড়া কোনো কাজই ভালোভাবে করা সম্ভব নয়।

‘নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক’ প্রশিক্ষণ শেষে দেয়া হচ্ছে সনদ।
‘নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক’ প্রশিক্ষণ শেষে দেয়া হচ্ছে সনদ।

তিনি বলেন, সাংবাদিকদের বেশি করে পড়তে হবে, জানতে হবে। যে যত বেশি জানবে, তার লেখনীশক্তিও তত বেশি হবে। পড়াশোনা ও জানার কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন বিষয়ে জানা যায়, যা পেশাগত জীবনে সব সময় কাজে লাগে।

সভাপতির বক্তব্যে মুকতাবিস-উন-নূর বলেন, নির্বাচনের সময় সিলেট প্রেসক্লাব সব সময় সক্রিয় ভূমিকা পালন করে। এবারও টিম গঠন করে সাংবাদিকেরা নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, ‘আমরা অনেক কিছু জানি মনে করি, কিন্তু জ্ঞান অন্বেষণ করলে বুঝি, আরও কত কিছু জানার বাকি। জ্ঞান অনুসন্ধান দুনিয়া থেকে কবর পর্যন্ত কাজে লাগে।’

দুই দিনব্যাপী এই কর্মশালায় সিলেট জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন