চুনারুঘাটে জিয়াউর রহমানের জন্মদিন পালন

আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী: শাম্মী আক্তার

উপজেলা প্রতিনিধি চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ২০: ৫৮
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ২১: ২৮

আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী, দেশে বাকশাল কায়েম করে চারটি সংবাদপত্র রেখে বাকি সবগুলো বন্ধ করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন সাবেক এমপি বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য জাতীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার।

বিজ্ঞাপন

মঙ্গলবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট বিএনপি যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপজেলা বিএনপির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক এমপি শাম্মী আক্তার ছাড়াও বক্তব্য রাখেন ১ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মির সেলিম,২ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ উদ্দিন বাবলু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল হক তালুকদার, যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ মনির, আমিনুল ইসলাম সুজন, ৩ নম্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, চুনারুঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইফুর রহমান সুজন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ প্রমুখ।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত