সিলেট নগরীর রিকাবীবাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধঘোষিত পলাতক ছাত্রলীগ ক্যাডারকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলী খান তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত রাজিক (১৯) সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য এবং সিলেটের পাঠানটুলা আমীর খান রোড এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. রিয়াজ খান।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য তাকে আদালতে সোপর্দ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

