ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত হবিগঞ্জ

কামরুল হাসান, হবিগঞ্জ
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১৫: ৪১

‘পাহাড় টিলা হাওর বন-হবিগঞ্জের পর্যটন’ এই শ্লোগানেই যেনো পরিচয় ফুঠে উঠেছে জেলার। এরপর আরও বলতে গেলে জেলার নাম হবিগঞ্জ। এ জেলায় আছে পর্যটনের বিভিন্ন স্পট।

বিজ্ঞাপন

নাম ধরে এভাবে বলতে হবে সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা-কালেঙ্গা বন্যপ্রাণীর অভয়ারণ্য, গ্রিনল্যান্ড পার্ক, জেলা প্রশাসন পর্যটন পার্ক, হবিগঞ্জ গ্যাস ফিল্ড ফুটস্‌ ভ্যালি, তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, বাল্লা স্থলবন্দর, দমদমিয়া লেক, সিপাহাসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.) মাজার, শাহ সোলেমান ফতেহগাজী বাগদাদীর মাজার, সাগরদিঘি, বিথঙ্গঁল আখড়া, শংকরপাশা শাহী মসজিদ, গায়েবী গজার মাছের পুকুর, রাবার বাগানসহ অসংখ্য চা-বাগান ও ছোট বড় পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্য ঘিরে আছে হবিগঞ্জ।

এসব পর্যটন স্পটে ছুটির দিনগুলোতে থাকে উপচেপড়া ভিড়। এছাড়াও দুই ঈদেও আসে দেশের বিভিন্ন এলাকা থেকে ভ্রমণ পিপাসুরা।

পর্যটকদের নিরাপত্তার জন্য ঈদের দিন থেকে পরবর্তী ৩ দিনের জন্য আনসার ও স্বেচ্ছাসেবক সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। ঈদের দিন থেকে পার্ক এলাকায় টহল দেবে পর্যটন সহায়ক পুলিশ, বিজিবি।

সাতছড়ি পার্কের ঈদ ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম জানান, আমরা পর্যটকদের কথা চিন্তা করে নানা ফ্যাসিলিটিসহ নিরাপত্তার জন্য সব ব্যবস্থাই রেখেছি। মোবাইল টিম ও বিজিবি এবং পুলিশের আলাদা মোবাইল টিম থাকে। তিনি এ জন্য সবার সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, ঈদকে উপলক্ষ করে হবিগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ দৃষ্টি রাখবে।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত