সিলেটের কানাইঘাট সীমান্তে আবারও ২১ জনকে পুশইন

সিলেট ব্যুরো
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৭: ০৬
আপডেট : ২৪ মে ২০২৫, ২০: ২৬

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্ত দিয়ে ২১ জন নারী পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ। শনিবার আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) তাদের আটক করে।

বিজ্ঞাপন

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২১ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। সার্বিক বিষয় নিয়ে আমরা বৈঠক করছি।

বিজিবি সূত্র জানায়, কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপি সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে আনুমানিক সকাল সাড়ে ৬ টায় ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১২ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু মোট ২১ জনকে আটক করা হয়।

এদিকে, সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সীমান্তে কোনো অস্থিরতা না ছড়াতে স্থানীয় জনগণকে সচেতন থাকতে বলা হয়েছে। একইসঙ্গে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবিলায় সীমান্তবাসীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, ২১ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হতে বিজিবি কাজ করছে। বিজিবি আমাদের কাছে হস্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এডি/জেডএম

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত