সিলেট সীমান্তে ভারতীয় অস্ত্র উদ্ধার

সিলেট ব্যুরো
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৯: ৫৪

সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে চারটি ভারতীয় অবৈধ এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সিলেট বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এই তথ্য জানান।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির একটি বিশেষ টহল দল রোববার ভোরে গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান সংলগ্ন কাটারী এলাকায় অভিযান চালায়।

বিজ্ঞাপন

সকাল প্রায় ৬টার দিকে তারা ভারতীয় তৈরি চারটি .১৭৭ মডেলের অবৈধ এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক এবং অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কাটারী এলাকা থেকে এই অবৈধ এয়ারগানগুলো উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত