চা বাগানের লেকের পাশ থেকে উদ্ধার ১২ ফুটের অজগর

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৬: ৪৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের লেকের পাশ থেকে প্রায় ১২ ফুটের অজগর উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার খাইছড়া চা বাগানে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, বাগানের চা শ্রমিকরা পাতাতোলা কাজের সময় লেকের ধারে বিশাল অজগরটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দেন। পরে তারা বিষয়টি বাগান ব্যবস্থাপকের কাছে জানান। খবর পেয়ে ফিনলে চা কোম্পানির ভাড়াউড়া চা বাগানের ব্যবস্থাপক সাদিকুর রহমান এবং খাইছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক আবু নাসির মো. জামান নাহিদ শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে যোগাযোগ করেন।

বিজ্ঞপ্তি পাওয়ার পর বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে উদ্ধার করেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ২১ কেজি। উদ্ধার শেষে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগান এলাকায় বন্যপ্রাণীর চলাচল বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় পরিবেশ কর্মীরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত