কোরআনের শাসন ছাড়া জাতিকে গড়া যায় না: গোলাম পরওয়ার

সিলেট ব্যুরো
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ২১: ২৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে। অবিলম্বে একটি সংসদ নির্বাচনের দাবি আমরাও করছি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কোরআনের শাসন ছাড়া শুধু কিছু সংস্কার কিংবা আইন দিয়ে জাতিকে গড়া যায় না। যদি এর পেছনের মানুষটা সৎ না হয় বা আখেরাতের জবাবদিহি না থাকে।

শুক্রবার সিলেট নগরীর আরামবাগের আমানুল্লাহ কনভেনশন সেন্টারে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। সাংবাদিক-পেশাজীবী ও রাজনীতিবিদদের সম্মানে এ আয়োজন করে মহানগর জামায়াত।

বিজ্ঞাপন

গোলাম পরওয়ার বলেন, নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে। তবে কোরআন ও রাসুলের শিক্ষা নিয়ে ইনসাফ পূর্ণ বাংলাদেশ দেখতে চায় জামায়াত। তাই গণঅভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশকে দুর্নীতি-সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত করতে হলে ইসলামী সমাজ বিনির্মাণ করতে হবে।

তিনি বলেন, কোরআনের শাসন ছাড়া সমাজ থেকে অন্যায় দূর হবে না। রাষ্ট্র পরিচালনায় আল্লাহর আইন না থাকলে সমাজে অপরাধ ক্রমেই বাড়বে। যেটি বিগত ৫৪ বছরে দেখা গেছে, যা এখনও চলমান। মানুষের তৈরি আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি বা হবেও না।

সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের।

মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. ইসমাইল পাটোয়ারী, লিডিং ইউনিভার্সিটির ভিসি ড. তাজ উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান প্রমুখ।

মাহফিলে দেশ-জাতির মঙ্গল ও জাতীয় নেতাদের মুক্তি-সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত