আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সিলেট ব্যুরো

সিলেটে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সিলেটে জুলাই আন্দোলনের বীর যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর নগরীর কালেক্টরেট মসজিদের সামনে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

জানাজা নামাজে অংশগ্রহণ করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা সালেহ আহমদ খছরু, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরী, জামায়াত নেতা মো. আশরাফ আলী ফয়সল, এনসিপি নেতা শিব্বির আহমদ, গোলজার হোসেন, লল্লিক হোসেন চৌধুরী, আশরাফ গাজী, লুৎফুর রহমান, আব্দুর রহিম, তোফায়েল আহমদ, জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক লিটন আহমদ, সদস্য সচিব নোমান আহমদ ও জুলাই যোদ্ধা আব্দুস সালাম টিপু প্রমুখ। জানাজার নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেক্ট জামে মসজিদের সানী ইমাম হাফিজ নুরুল ইসলাম কামাল।

জানাজা পূর্ববর্তী বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, যারা মনে করে এক হাদিকে হত্যা করলে জুলাই আন্দোলন নস্যাৎ করা যাবে, তারা ভুল জায়গায় আছেন। একজন হাদিকে হত্যার মধ্য দিয়ে লক্ষ হাদি এই বাংলাদেশে জন্ম নিবে। একইসাথে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ থাকাই হোক আজকের দিনের প্রত্যাশা। যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হোক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন