সুনামগঞ্জে মাওলানা মুশতাক হত্যা মামলার তদন্তে ধীরগতির অভিযোগ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ১২

সুনামগঞ্জ মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর হত্যার ২০ দিন পার হলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই এমন অভিযোগ তুলেছেন জমিয়তের নেতারা। রোববার দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।

তিনি বলেন, গত ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার পর থেকে মাওলানা মুশতাক আহমেদ গাজিনগরী নিখোঁজ হন। তিন দিন পর গত ৫ সেপ্টেম্বর সকালে শরিফপুর পুরান সুরমা নদীতে তার লাশ ভেসে ওঠে। এ ঘটনায় পুরো সুনামগঞ্জ জেলায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। এজহারভুক্ত একমাত্র আসামি এম. আব্দুল হাফিজ পাঠানকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হলেও কোনো তথ্য উদঘাটন হয়নি। রিমান্ড শেষে তাকে জেলহাজতে পাঠানো ছাড়া তদন্তে কোনো অগ্রগতি পাওয়া যায়নি। হত্যার মূল কারণ, নেপথ্যের হোতা কিংবা পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, তদন্তে ধীরগতি জনগণের মধ্যে প্রশাসনের প্রতি আস্থাহীনতার জন্ম দিচ্ছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জনগণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। এতে কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে।

সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে, মামলাটি সিআইডি বা পিবিআইয়ের মতো বিশেষায়িত সংস্থার কাছে হস্তান্তর, আসামিকে পুনরায় রিমান্ডে এনে তথ্য উদঘাটন, হত্যার নেপথ্যের সকলকে গ্রেপ্তার, ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আপডেট নিয়মিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো।

একইসঙ্গে কর্মসূচিও ঘোষণা করা হয়। ২২ সেপ্টেম্বর দিরাই উপজেলা শহরে বিক্ষোভ সমাবেশ, ২৪ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর উপজেলায় বিক্ষোভ এবং ২৫ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এরপরও অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলন, প্রয়োজনে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন জমিয়ত নেতারা৷

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খ মাওলানা আব্দুল বছীর, শহীদ মাওলানা মুশতাক আহমদের চাচাতো ভাই নেজামুল ইসলাম, জিয়া উদ্দীন, সুনামগঞ্জ-৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী, জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, জমিয়ত নেতা মুফতি বদরুল আলম, মাওলানা আব্দুর রকিব, মাওলানা নুর হোসাইন, মাওলানা রমজান হোসাইন, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, যুবনেতা মাওলানা হাফিজ ত্বোহা হোসাইন প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত