আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুনাক- এসএমপির উদ্যোগে দুস্থদের মাঝে রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ

সিলেট ব্যুরো

পুনাক- এসএমপির উদ্যোগে দুস্থদের মাঝে রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ

সিলেট মেট্রোপলিটন পুলিশের নারী কল্যাণ সমিতি (পুনাক) এসএমপি, সিলেট-এর উদ্যোগে ‘স্বাবলম্বী কর্মসূচি’র আওতায় দুস্থদের মাঝে রিকশা, ভ্যানগাড়ি ও ফুডকার্ট বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রিকাবী বাজার পুলিশ লাইন্স হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী সিদরাতুল মুনতাহা।

অনুষ্ঠান শেষে স্বাবলম্বী কর্মসূচির আওতায় মোট ১০ জন দুস্থ ব্যক্তির মাঝে রিকশা, ভ্যানগাড়ি ও ফুডকার্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পুনাক এসএমপি’র নেতৃবৃন্দ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন