সুনামগঞ্জ প্রতিনিধি
টাঙ্গুয়ার হাওর। দ্বিতীয় রামসার সাইট। এ হাওরে ইদানীং পর্যটকদের চাপ বাড়ছে । ঘটছে পরিবেশ বিপর্যয়। প্লাস্টিক বর্জ্য ফেলে দূষিত করা হচ্ছে হাওর। আগের মত নেই মাছ, নেই পাখি । হাউসবোটের শব্দে পাখিরা আসে না। নেই কিচির মিচির শব্দ। মেলে না আগের মত মাছ। মাছের বদলে মদের বোতল শোভা পাচ্ছে।
বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাঙ্গুয়ার হাওরে এক নারীর হাতে মদের বোতলের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, বোতল থেকে মদপান করতে করতেই নাচ্ছেন তিনি। কখনও ডিঙি নৌকায় বসে মদের বোতল হাতে রিলস ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। কখনও পানিতে ভিজে সরাব খেয়ে উম্মাদনায় মেতেছেন। বেসামাল এ নারীর উম্মাদনার খবর ছড়িয়ে পড়লে ফেসবুকে নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়।
পরিবেশ আইনবিদ সমিতি বেলার নেটওয়ার্ক সদস্য জসীমউদ্দিন জানান, টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে মদের সয়লাবে মেতে মেতে উঠার খবর প্রায়ই মিলে। যার কারনে পানি শুকিয়ে গেলে প্লাস্টিকের সাথে মদের বোতল পাওয়া যায়। এতে কৃষি হুমকির মুখে পড়বে। হাউসবোটের কতজন পর্যটক কোথা থেকে আসলো তার একটা পরিসংখ্যান থাকা দরকার। অনৈতিক কোন কার্যকলাপ হলে সহজে চিহ্নিত করে আইনের আওতায় আনা যাবে।
হাউসবোট ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, টাঙ্গুয়ার হাওরে মদের বোতল হাতে এক নারীর একটি ভিডিও এবং বেশ কিছু ছবি আমাদের নজরে এসেছে। নারী একটি ছোট নৌকা করে ঘুরে ঘুরে মদের বোতল হাতে রিলস করেছেন। কোন হাউসবোট হয়ে ঐ নারী হাওর ঘুরতে এসেছিলেন খোঁজ পাচ্ছি না। কিংবা ঐ নারীর পরিচয়ও মিলছেনা। হাওরের অপার সম্ভাবনার এ পর্যটন খাতকে ধ্বংস করতে নারীর এমন আচরণ আমাদেরকে হতবাক করেছে। আমরা মনে করি নারীকে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া উচিত।
হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ বলেন, হাওরে প্রকাশ্য মদের বোতল হাতে নিয়ে ভিডিও করা মারাত্মক বেআইনি কাজ। এটি সামাজিক অবক্ষয়। টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য বিধিমালা প্রণয়ন করে প্রশাসনকে আরো তৎপর হতে হবে। এতে উল্লেখ থাকবে পর্যটকরা কি করতে পারবেন আর কি করতে পারবেন না । আগত পর্যটকদের তথ্য নৌকায় উঠার আগেই কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম আমার দেশকে বলেন, ঘটনাটি আমি জেনেছি। হাউসবোটের মালিকদের বলেছি খোঁজ নিতে। এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড যাতে না হয় সবাইকে সতর্ক থাকতে বলেছি।
টাঙ্গুয়ার হাওর। দ্বিতীয় রামসার সাইট। এ হাওরে ইদানীং পর্যটকদের চাপ বাড়ছে । ঘটছে পরিবেশ বিপর্যয়। প্লাস্টিক বর্জ্য ফেলে দূষিত করা হচ্ছে হাওর। আগের মত নেই মাছ, নেই পাখি । হাউসবোটের শব্দে পাখিরা আসে না। নেই কিচির মিচির শব্দ। মেলে না আগের মত মাছ। মাছের বদলে মদের বোতল শোভা পাচ্ছে।
বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাঙ্গুয়ার হাওরে এক নারীর হাতে মদের বোতলের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, বোতল থেকে মদপান করতে করতেই নাচ্ছেন তিনি। কখনও ডিঙি নৌকায় বসে মদের বোতল হাতে রিলস ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। কখনও পানিতে ভিজে সরাব খেয়ে উম্মাদনায় মেতেছেন। বেসামাল এ নারীর উম্মাদনার খবর ছড়িয়ে পড়লে ফেসবুকে নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়।
পরিবেশ আইনবিদ সমিতি বেলার নেটওয়ার্ক সদস্য জসীমউদ্দিন জানান, টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে মদের সয়লাবে মেতে মেতে উঠার খবর প্রায়ই মিলে। যার কারনে পানি শুকিয়ে গেলে প্লাস্টিকের সাথে মদের বোতল পাওয়া যায়। এতে কৃষি হুমকির মুখে পড়বে। হাউসবোটের কতজন পর্যটক কোথা থেকে আসলো তার একটা পরিসংখ্যান থাকা দরকার। অনৈতিক কোন কার্যকলাপ হলে সহজে চিহ্নিত করে আইনের আওতায় আনা যাবে।
হাউসবোট ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, টাঙ্গুয়ার হাওরে মদের বোতল হাতে এক নারীর একটি ভিডিও এবং বেশ কিছু ছবি আমাদের নজরে এসেছে। নারী একটি ছোট নৌকা করে ঘুরে ঘুরে মদের বোতল হাতে রিলস করেছেন। কোন হাউসবোট হয়ে ঐ নারী হাওর ঘুরতে এসেছিলেন খোঁজ পাচ্ছি না। কিংবা ঐ নারীর পরিচয়ও মিলছেনা। হাওরের অপার সম্ভাবনার এ পর্যটন খাতকে ধ্বংস করতে নারীর এমন আচরণ আমাদেরকে হতবাক করেছে। আমরা মনে করি নারীকে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া উচিত।
হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ বলেন, হাওরে প্রকাশ্য মদের বোতল হাতে নিয়ে ভিডিও করা মারাত্মক বেআইনি কাজ। এটি সামাজিক অবক্ষয়। টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য বিধিমালা প্রণয়ন করে প্রশাসনকে আরো তৎপর হতে হবে। এতে উল্লেখ থাকবে পর্যটকরা কি করতে পারবেন আর কি করতে পারবেন না । আগত পর্যটকদের তথ্য নৌকায় উঠার আগেই কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম আমার দেশকে বলেন, ঘটনাটি আমি জেনেছি। হাউসবোটের মালিকদের বলেছি খোঁজ নিতে। এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড যাতে না হয় সবাইকে সতর্ক থাকতে বলেছি।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
২ ঘণ্টা আগে