হবিগঞ্জ- ৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জামায়াত প্রার্থী অলিউল্লাহ নোমান নির্বাচনি গণসংযোগে এসে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেছেন, আমি আপনাদের পাশে থাকব। আমি লন্ডনের আরাম আয়েশ ছেড়ে আসছি আপনাদের সেবক হওয়ার জন্য। আমার বেঁচে থাকার কথা ছিলো না। হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের সেবা করার জন্য। আমার শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ।
রোববার সকাল থেকে মাধবপুর উপজেলার খড়কি এলাকায় গণসংযোগ করেন। এ সময় খড়কীর সদর হুজুর মরহুম মাওলানা শরীফ উদ্দীনের কবর জিয়ারত করে দোয়া করেন।
হবিগঞ্জ- ৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ব্যাপক গণসংযোগ করছেন জামায়াত প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান। তিনি প্রতিদিনই নির্বাচনি এলাকার হাটে বাজারে, গ্রামে গঞ্জে গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন।

