আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উৎসবমুখর পরিবেশে ভোট দেবে জনগণ: আদিলুর রহমান খান

সিলেট ব্যুরো

উৎসবমুখর পরিবেশে ভোট দেবে জনগণ: আদিলুর রহমান খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের আগামী একশ বছরের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ভোটাররা পরিবারপরিজনসহ আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

শনিবার সকাল ১১টায় সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাস টার্মিনালের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন এবং যাত্রীসেবা ও ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যাগুলো পর্যবেক্ষণ করেন।

আদিলুর রহমান খান বলেন, নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং তা কার্যকর থাকবে। সবকিছু মিলিয়ে এবারের নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশেই হবে ।

তিনি আরো বলেন, রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদের পক্ষে জনগণের মতামত ‘হ্যা’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরো শক্তিশালী ও সুদৃঢ় হবে।

এ সময় সিলেটের বিভাগীয় কমিশানার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...