ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মেীলভীবাজার)
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ১৬: ৩৭

ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের হবিগঞ্জ বাহুবল থানার রশিদপুর গ্যাসফিল্ডের সামনে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এনা পরিবহনের যাত্রী আর রাব্বি চেধৗরী জানান, রাত ১টার রশিদপুর গ্যাস ফিল্ডের সামনে রাবার বাগান এলাকায় ১৫-২০জন মুখোশপড়া ডাকাতরা গাছ ফেলে ডাকাতি করে। এতে বেশ কিছু গাড়ি ভাঙচুর ও যাত্রীদের মারধর করে।

ঢাকার রুহুল আমিন নামে একজন যাত্রী বলেন, হায়রে পুলিশ, আসতে আসতে ডাকাতি শেষ। আক্রান্ত এক যাত্রী অভিযোগ করে বলেন, প্রশাসনের কোন ভ্রক্ষেপ নেই। কিছুদিন আগেও গাছ ফেলে ডাকাতি হলো। আবার আজ একই ঘটনা। পুলিশ আসলো এক থেকে দেড় ঘণ্টা পর। ইচ্ছাকৃতভাবেই কি দেরী করে আসে কি না কে জানে?

সাতগাঁও হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান বলেন, রাত ১টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে কামাইছড়া ফাঁড়ি এলাকায়। আমরা খবর পেয়ে সাথে সাথে পুলিশ টহল টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

তবে কামাইছড়া পুলিশ ফাঁড়ি সাব ইন্সপেক্টর জানান, আমি ঈদের ছুটিতে সুনামঞ্জে বাড়ি এসেছি। ডাকাতির ঘটনা শুনেছি- রাত ১টায় সড়কে গাছ ফেলা হয়েছে ডাকাতি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত