সুনামগঞ্জের দিরাইয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়াকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় দিরাই পৌরসভার চণ্ডীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।
রাতে সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার হন উজ্জ্বল মিয়া। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম দিরাই থানার পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
গ্রেপ্তার উজ্জ্বলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মোশাররফ মিয়ার ছেলে।
জানা গেছে, আওয়ামী শাসনামলে উজ্জ্বল বাহিনীর তাণ্ডবে তটস্থ থাকত সাধারণ মানুষ। তার বিরুদ্ধে ট্রিপল মার্ডার, সাংবাদিকের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। গণঅভ্যুত্থান-পরবর্তীতেও রাজনৈতিক প্রশ্রয়ে অনেকটা দাপটের সঙ্গে চলাফেরা করতেন তিনি।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, যৌথ অভিযানে গ্রেপ্তার সন্ত্রাসী উজ্জ্বল মিয়ার বাড়ি ও খামার থেকে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড পিস্তলের গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম, দেশীয় ধারালো অস্ত্র, কয়েকটি পাসপোর্টসহ আরও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

