দাঁড়িপাল্লা প্রতীকে হাজারো মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন জামায়াতের দুই প্রার্থী। তারা হলেন, জেলা জামায়াতের আমির, সুনামগঞ্জ- ১ আসনের প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খাঁন, জেলা জামায়াতের নায়েবে আমির, সুনামগঞ্জ- ৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট শামস উদ্দিন।
শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জামায়াত নেতা তোফায়েল আহমেদ ও শামস উদ্দিনের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি সুনামগঞ্জ শহর থেকে বিশ্বম্ভরপুরমুখী প্রদক্ষিণ করে বিশ্বম্ভরপুর বাজারে গিয়ে সমাবেশে শেষ হয়।
এ সময় সদর আসনের প্রার্থী অ্যাডভোকেট শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা অবহেলিত একটি অঞ্চল। এ অঞ্চলকে গড়ে তুলতে হলে সৎ নেতৃত্ব বাছাই করতে হবে। জামায়াত এ দেশটাকে একটা কল্যানমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। জামায়াত চাঁদাবাজ ও সন্ত্রাস চায় না। জামায়াত ক্ষমতায় গেলে এসব চিরতরে নির্মূল করে দেয়া হবে।
সদর আসনের নির্বাচনি শোডাউন শেষে জামায়াত প্রার্থী তোফায়েল আহমেদের নেতৃত্বে শোডাউনটি সুনামগঞ্জ- ১ আসনের তাহিরপুর উপজেলা অভিমুখী প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জামায়াত প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খাঁন বলেন, অসুর শক্তির হাত থেকে আজও বাংলাদেশ প্রকৃত নিরাপত্তা পায়নি। যারা বারবার ক্ষমতায় এসেছে, তারা দেশটিকে নিজেদের ভোগ-বণ্টনের সম্পদ মনে করেছে। দখলবাজি, লুটপাট আর স্বার্থসিদ্ধির রাজনীতি চালিয়ে তারা কৃষক–শ্রমিক–মজুরের ঘামে উপার্জিত অর্থ দিয়ে নিজেদের রাজকোষাগার ভরেছে। সেই রাজকোষাগার থেকেই অর্থ লুট করে মালয়েশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানসহ বিভিন্ন দেশে তারা বাড়ি–বিলাসের সাম্রাজ্য গড়ে তুলেছে।
তিনি বলেন, এই অসুর শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে এটাই এখন সময়ের দাবি। শুধুমাত্র সৎ নেতৃত্ব, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে সত্যিকার অর্থে মুক্ত করা সম্ভব। আমাদের দেশের আজ একটি মৌলিক পরিবর্তন অত্যন্ত জরুরি। গত ৫৪ বছরে আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে গেছে। দেশে থেকে দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হয়নি। জামায়াতের হাতে ক্ষমতায় গেলে এসব নির্মূল করে দেয়া হবে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জ- ১ আসনটি হাওর বেষ্টিত অঞ্চল। এখানে গত ১৬ বছর কোন উন্নয়ন হয়নি, শুধু দুর্নীতি হয়েছে। আমি নির্বাচিত হলে হাওরকে নিয়ে মাস্টার প্ল্যান করবো। যেখানে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ খাত অগ্রাধিকার পাবে। শুধু তাই না কৃষক, শ্রমিকের ভাগ্য পরিবর্তনে কাজ করবো।
আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ প্রমুখ।

