আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই আসরের গ্রুপ চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে আছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দল। বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়া অন্য দুই দল নেপাল এবং ইতালি।
এবারের টি-২০ বিশ্বকাপে ২০ দল অংশ নেবে। প্রতি গ্রুপে পাঁচটি করে দল রেখে চারটি গ্রুপ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে মূলপর্বে। অর্থাৎ ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করে সুপার এইটে যেতে হবে বাংলাদেশকে। তাই কঠিন পরীক্ষার মুখোমুখিই হতে হচ্ছে লিটন দাসের দলকে।
গ্রুপ ‘এ’তে আছে আসরের প্রধান স্বাগতিক ভারত। তারা গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে। এর বাইরে তাদের গ্রুপে আছে যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস। পা না হড়কালে পাকিস্তানের তাই সুপার এইটে যাওয়া কঠিন হবে না।
শ্রীলঙ্কা আছে ‘বি’ গ্রুপে। একই গ্রুপে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া। এছাড়া টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড আছে ‘সি’ গ্রুপে। অন্য দল ওমান। খুব কঠিন না হলেও সুপার এইটে যেতে চ্যালেঞ্জর মুখে পড়তে হতে পারে লঙ্কানদের। ‘ডি’ গ্রুপও মৃত্যুকূপ। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তানের সঙ্গে অন্য দুই দল সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।
৭ ফেব্রুয়ারি থেকে এবারের টি-২০ বিশ্বকাপ শুরুর পরিকল্পনা হাতে নিয়েছে আইসিসি। যদিও টুর্নামেন্ট উদ্বোধনের তারিখ চূড়ান্ত হয়নি। ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ১৫ ফেব্রুয়ারি।
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস।
গ্রুপ বি: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান।
গ্রুপ সি: বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি।
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, আরব আমিরাত, কানাডা।

