অ্যাশেজের প্রথম টেস্টে পার্থে উইকেট শিকারের উৎসব চলছে। পেসারদের গতির তোপে দাঁড়াতে পারছেন না ব্যাটারদের কেউ। নিজেদের দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ান বোলারদের তোপে পড়ল ইংল্যান্ড। তারা গুটিয়ে গেল ১৬৪ রানে। তাতে অজিদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২০৫ রান।
পার্থে প্রথম দিনেই পড়েছিল ১৯ উইকেট। দ্বিতীয় দিন সকালেই নাথান লায়ন-ব্রেন্ডন ডগেট জুটিকে দ্রুত ফিরিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৩২ রানে গুটিয়ে দিল ইংল্যান্ড। তাতে প্রথম ইনিংসে ৪০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে তারা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও বোলারদের তোপ। তাতে মাত্র পাঁচ ইংলিশ ব্যাটার ছুঁতে পেরেছেন দুই অংকের কোটা। বাকিদের রান মোবাইলের ডিলিট। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন গাস অ্যাটকিনসন। পরের চার ইনিংস- অলি পোপ (৩৩), বেন ডাকেট ২৮, ব্রেন্ডন কার্স (২০) ও জেমি স্মিথ (১৫)।
অজিদের হয়ে তোপ দাগেন স্টার্ক-বোল্যান্ড-ব্রেন্ডন ডগেট ত্রয়ী। সমান ৩টি করে উইকেট স্টার্ক ও ডগেটের। সর্বোচ্চ ৪ উইকেট তুলে নেন বোল্যান্ড।

