১ উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ চতুর্থ দিনের প্রথম সেশন শেষে আছে চালকের আসনে। এই সেশনে দুই উইকেট হারালেও স্কোরবোর্ডে বাংলাদেশের অবস্থান বেশ শক্ত। প্রথম সেশন শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৮০ রান আর লিড ৪৯১।
চতুর্থ দিনের শুরুতে সাদমান ইসলামের সুযোগ ছিল সেঞ্চুরি পূর্ণ করার। তবে সিলেট টেস্টের মতো এবারও হতাশ করেছেন তিনি। আউট হন ১১৯ বলে ৭৮ রান করে। সাদমান হতাশ করলেও সেঞ্চুরির পথে আছেন মমিনুল হক। ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরির অপেক্ষায় থাকা মমিনুলের ব্যাটে এসেছে ৭৯ রান। অপরপ্রান্তে থাকা মুশফিকুর রহিমের সংগ্রহ ৪০ রান।
প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সামনে সুযোগ ছিল বড় ইনিংস খেলার। তবে তিনি আউট হয়েছেন ৫ বলে ১ রান করে। আয়ারল্যান্ডের হয়ে এই সেশনে জর্ডান নেইল ও অ্যান্ডি ম্যাকব্রাইন একটি করে উইকেট শিকার করেন।
লিডের পাহাড়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

১ উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ চতুর্থ দিনের প্রথম সেশন শেষে আছে চালকের আসনে। এই সেশনে দুই উইকেট হারালেও স্কোরবোর্ডে বাংলাদেশের অবস্থান বেশ শক্ত। প্রথম সেশন শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৮০ রান আর লিড ৪৯১।
চতুর্থ দিনের শুরুতে সাদমান ইসলামের সুযোগ ছিল সেঞ্চুরি পূর্ণ করার। তবে সিলেট টেস্টের মতো এবারও হতাশ করেছেন তিনি। আউট হন ১১৯ বলে ৭৮ রান করে। সাদমান হতাশ করলেও সেঞ্চুরির পথে আছেন মমিনুল হক। ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরির অপেক্ষায় থাকা মমিনুলের ব্যাটে এসেছে ৭৯ রান। অপরপ্রান্তে থাকা মুশফিকুর রহিমের সংগ্রহ ৪০ রান।
প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সামনে সুযোগ ছিল বড় ইনিংস খেলার। তবে তিনি আউট হয়েছেন ৫ বলে ১ রান করে। আয়ারল্যান্ডের হয়ে এই সেশনে জর্ডান নেইল ও অ্যান্ডি ম্যাকব্রাইন একটি করে উইকেট শিকার করেন।
