প্রশাসন ৮০ ভাগ র-এর নিয়ন্ত্রণে: এম এ মালিক

সিলেট ব্যুরো
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ২০: ৫৮

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক অভিযোগ করেছেন, প্রশাসনের ৮০ ভাগই এখনও ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্টদের নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ অক্টোবর) মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘প্রশাসনে এখনো ভারতীয় ‘র’ শক্তিশালী। শেখ হাসিনা মানেই ‘র’। তার আমলে প্রশাসনের ১০০ শতাংশই ‘র’-এর প্রভাবে ছিল।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরও বলেন, “পলাতক ফ্যাসিস্ট হাসিনা ২২.৭ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে।’

এম এ মালিক আরও বলেন, ‘আওয়ামী লীগের মতো একটি দল তার নেত্রীকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। আপনার বাড়ির উঠান দিয়ে ভারতকে করিডোর দিতে চেয়েছিল, যেটি আপনি নিজে ব্যবহার করতে পারতেন না। এভাবেই হাসিনা দেশ বিক্রি করেছে।’

তিনি জানান, ‘ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ প্রায় ১,৫০০ বিএনপি নেতার বিচারবহির্ভূত হত্যার বিষয়টি আমি জেনেভায় তুলে ধরেছি। ১৬ বছর ধরে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি। একবার হাসিনাকে টানা ১১ দিন যুক্তরাজ্যে অবরুদ্ধ করে রাখি। বের হওয়ার কোনো সুযোগ ছিল না। চিৎকার করে বলেছিল—‘বিএনপিকে বলো, তারেককে বলো, আমি কোনো হোটেল পাচ্ছি না।’

তিনি আরো বলেন, ‘আমরা প্রায় এক লাখ বাংলাদেশি মিলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় সাড়ে চার ঘণ্টা ঘেরাও করে রেখেছিলাম। খালেদা জিয়াকে যেদিন তারা সাজা দেওয়ার জন্য নিয়ে যায়, সেদিন তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রি। আমরা বিনা অনুমতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রাত ৪টা পর্যন্ত অবস্থান করি।’

যুক্তরাজ্য প্রবাসী লিলু মিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, তেতলি ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল আলী, লালবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী মিয়া, তেতলি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক এবং তেতলি ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রোমেল আহমদসহ আরো অনেকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত