উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)
সিলেটের বিশ্বনাথে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই নেতার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে পৌর শহরের বাসিয়া সেতু ও থানার গেইটের সামনে দফায় দফায় এ সংঘর্ষ চলে প্রায় এক ঘণ্টা ধরে।
জানা গেছে, সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে যুবদল নেতা আব্দুর রহমান ও ছাত্রদল নেতা মিনহাজ আহমদের নাম জানা গেলেও তাৎক্ষণিক অন্যদের নাম জানা যায়নি। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় বাসিয়া সেতু, নতুন বাজার ও পুরানবাজার এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও সম্ভাব্য প্রার্থী হুমায়ুন কবির দৌলতপুর ইউনিয়নের এক অনুষ্ঠানে অংশ নেন। পরে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ শেষে বাসিয়া সেতু এলাকায় মিছিল চলাকালে তর্কাতর্কি ও হাতাহাতির সূত্র ধরে সংঘর্ষ শুরু হয়।
রাত ৯ টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার সমর্থকরা নতুনবাজার এলাকায় এবং হুমায়ুন কবিরের সমর্থকরা পুরান বাজার এলাকায় অবস্থান নেন। কিছুক্ষণ পরই দু’পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়, যা এক ঘণ্টা স্থায়ী হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম (সেবা) জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিলেটের বিশ্বনাথে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই নেতার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে পৌর শহরের বাসিয়া সেতু ও থানার গেইটের সামনে দফায় দফায় এ সংঘর্ষ চলে প্রায় এক ঘণ্টা ধরে।
জানা গেছে, সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে যুবদল নেতা আব্দুর রহমান ও ছাত্রদল নেতা মিনহাজ আহমদের নাম জানা গেলেও তাৎক্ষণিক অন্যদের নাম জানা যায়নি। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় বাসিয়া সেতু, নতুন বাজার ও পুরানবাজার এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও সম্ভাব্য প্রার্থী হুমায়ুন কবির দৌলতপুর ইউনিয়নের এক অনুষ্ঠানে অংশ নেন। পরে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ শেষে বাসিয়া সেতু এলাকায় মিছিল চলাকালে তর্কাতর্কি ও হাতাহাতির সূত্র ধরে সংঘর্ষ শুরু হয়।
রাত ৯ টার দিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার সমর্থকরা নতুনবাজার এলাকায় এবং হুমায়ুন কবিরের সমর্থকরা পুরান বাজার এলাকায় অবস্থান নেন। কিছুক্ষণ পরই দু’পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়, যা এক ঘণ্টা স্থায়ী হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম (সেবা) জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২২ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৮ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
৪০ মিনিট আগে