ঢাকায় ‘লকডাউন’ সমর্থনে হবিগঞ্জে মধ্যরাতে আ.লীগের মশাল মিছিল

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৪: ৩৫

অনলাইনে ঘোষিত আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বর ঢাকা ‘লকডাউন’ কর্মসূচির সমর্থনে হবিগঞ্জে মশাল মিছিল করা হয়েছে। সোমবার মধ্যরাতে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং দেশ থেকে পালিয়ে যাওয়া লন্ডনে অবস্থনরত সাবেক এমপি আবু জাহিরের ফেসবুকে মিছিলের ভিডিও প্রচার হয়।

বিজ্ঞাপন

এর আগে হবিগঞ্জের অজ্ঞাত স্থানে মিছিল করে ‘হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ’ লেখা ব্যানার থাকলেও মিছিলের স্থান উল্লেখ করা হয়নি।

মিছিলে কয়েকজন যুবক মশাল হাতে শেখ হাসিনা ও আবু জাহিরের নামে শ্লোগান দিতে দেখা যায়। এ মিছিলকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে।

বিএনপির একাধিক নেতা আমার দেশকে জানিয়েছেন, রাতের আধারে আওয়ামী লীগের মিছিলটি লাখাই-হবিগঞ্জ সড়কে অথবা বানিয়াচং-হবিগঞ্জ সড়কে কোথাও হতে পারে বলে ছবি দেখে মনে হচ্ছে।

হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখেছি এবং নাশকতার বিরুদ্ধে জেলা আইনশৃঙ্খলাবাহিনী সর্বাবস্থায় সতর্ক অবস্থানে রয়েছে। গতকাল থেকে এপর্যন্ত জেলায় বিভিন্ন মামলার ৩০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই বৈষম্যবিরোধী আন্দোলনে মামলার আসামি অথবা নাশকতা করতে এমন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ভিডিওটি বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত