বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, আওয়ামী ক্যাডার জসিম আটক

সিলেট ব্যুরো
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১৮: ৩৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে সিলেটে সশস্ত্র হামলার অভিযোগে আওয়ামী লীগ ক্যাডার ও সিসিকের কর্মচারী জসিম উদ্দিনকে (৪৬) আটকের পর জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মহানগর পুলিশের পক্ষ থেকে সোমবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জসিম আওয়ামী লীগের একজন ‘আলোচিত সক্রিয় কর্মী’। তার বাসা নগরীর কাজলশাহ এলাকায়। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তিনি আন্দোলনকারীদের দমনের উদ্দেশ্যে সশস্ত্র হামলায় অংশ নিয়েছিলেন। এটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

তিনি জানান, গত বছরের ৫ আগস্ট থেকে জসিম উদ্দিন আত্মগোপনে ছিলেন। রোববার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে আসামিকে শনাক্ত করা হয়। এরপর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শেখ মো. মিজানুর রহমানের নেতৃত্বে কাজলশাহ এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করা হয়।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত