আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুই সন্তানসহ বাবার বিষপান, প্রাণ হারালেন তিনজনই

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

দুই সন্তানসহ বাবার বিষপান, প্রাণ হারালেন তিনজনই

হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই মেয়েকে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন আব্দুর রউফ নামে এক যুবক।

শুক্রবার সকালে উপজেলার রানীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃতরা হলেন- একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ, তার পাঁচ বছর বয়সী মেয়ে খাদিজা আক্তার ও তিন বছরের আয়েশা আক্তার।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নূর আলম বলেন, স্ত্রী হাফিজার সঙ্গে প্রায়ই রউফের ঝগড়া হতো। এতে ক্ষুব্ধ হয়ে দুদিন আগে দুই মেয়েকে রেখে বাবার বাড়িতে চলে যান হাফিজা। এ ঘটনায় অভিমানে বৃহস্পতিবার গভীর রাতে ঘরের দরজা বন্ধ করে দুই মেয়েকে বিষ খাওয়ান রউফ। একই সঙ্গে নিজেও বিষপান করেন। এ সময় শিশুদের চিৎকারে দরজা ভাঙেন ঘরের লোকজন।

পরে শিশুদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক রউফকে ভর্তি করা হলে শুক্রবার সকালে তিনিও মারা যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...