আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের জন্য প্রস্তুত শায়েস্তাগঞ্জ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

তারেক রহমানের জন্য প্রস্তুত শায়েস্তাগঞ্জ
ছবি: আমার দেশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের বিশাল মাঠে আজ বিএনপির নির্বাচনি জনসভা।

বৃহস্পতিবার বেলা ৩টা থেকে ৪টার মধ্যে সভা শুরু হওয়ার কথা। ইতিমধ্যে জনসভাস্থলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক প্রচারণায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

জেলা বিএনপির ব্যানারে আয়োজিত নির্বাচনি জনসভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয়বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার। একই মঞ্চে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য কেন্দ্রীয় নেতারা।

এদিকে আজকের এই জনসভায় যোগ দিতে হবিগঞ্জের ৯টি উপজেলা থেকে নেতাকর্মীরা এই মাঠে উপস্থিত হবেন।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী বলেন, ‘উপজেলার ভবন নির্মাণের জন্য মাটি ভরাট করা হয়েছে। এই মাঠে এবারই প্রথম রাজনৈতিক সমাবেশ হচ্ছে এবং তারেক রহমানই প্রথম এই মাঠে ভাষণ দেবেন। ’

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ জি কে গউছ বলেন, ‘মাঠটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হওয়ায় সমাবেশের জন্য উপযোগী স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...