ইস্টার্ন কেবলসের বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২: ০২

শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিএসইসির ডোমেস্টিক ও পাওয়ার কেবলস উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন কেবলস লিমিটেডের বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল শনিবার ইসিএলের অফিস প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন— বিএসইসির চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম। এছাড়া বিএসইসির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মঞ্জুরুল হাফিজ বিপিএএ, ইসিএল পর্ষদ পরিচালক মো. শামসুর রহমান, মো. মফিজুর রহমান, বিএসইসি বিপণন বিভাগীয় প্রধান মো. মনিরুজ্জামান খান, প্রগতি , ইসিএল, জিইএমকোর ব্যবস্থাপনা পরিচালকগণসহ ইসিএল শ্রমিক/কর্মচারী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ইসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. আবদুল মালেক মোড়ল। সম্মেলনে চেয়ারম্যান মহোদয় ডিলারগণকে ইসিএলের পণ্য বিপণনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত