১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতমূলক

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১২: ০৮

১০ লাখ টাকার বেশি যদি কেউ ব্যাংকে মেয়াদি আমানত ও সঞ্চয়পত্র কিনতে চায়, তাহলে তাঁকে বাধ্যতামূলক আয়কর রিটার্ন দাখিল করতে হবে। পাশাপাশি ২০ লাখ টাকার বেশি ঋণ নিতে হলে আয়কর রিটার্নের কাগজপত্র ব্যাংকে জমা দিতে হবে। এ ছাড়া মোট ২৪টি ব্যাংক সেবার ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলারে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি এ বিষয়ক একটি গেজেট প্রকাশ করেছে সরকার। গেজেটে বলা হয়েছে, কোনো কোম্পানির পরিচালক বা স্পনসর শেয়ারহোল্ডার হওয়া, আমদানি-রপ্তানি নিবন্ধন সনদ নবায়ন, ট্রেড লাইসেন্স বা পেশাজীবী লাইসেন্স নবায়ন, জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন এবং গ্যাস ও বিদ্যুৎ–সংযোগপ্রাপ্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া ড্রাগ লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, অগ্নিনির্বাপণ ছাড়পত্র, ট্রলার ও নৌযানের জরিপ সার্টিফিকেট এমনকি স্কুলে শিশুর ভর্তি কিংবা আগ্নেয়াস্ত্র লাইসেন্স গ্রহণের মতো ক্ষেত্রেও রিটার্ন দাখিলের প্রয়োজন হবে।

এতে আরো বলা হয়েছে, দ্বৈত কর পরিহার-সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির আলোকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, যাতে দেশীয় আইন আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত