অনলাইন রিটার্ন দাখিলে সমস্যা, আবেদনের মেয়াদ বাড়লো

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ২০: ৪৭

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অসমর্থ করদাতাদের আবেদনের মেয়াদ আগামী ১৫ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারী করেছে সংস্থাটি। সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩ এর ধারা ৩২৮ এর ক্ষমতাবলে এ আদেশ জারী করা হয়েছে।

বিজ্ঞাপন

এনবিআর চলতি করবর্ষে পাঁচ শ্রেণির করদাতা ব্যতীত সব ধরনের ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতমূলক করে আদেশ জারি করে। তবে কোন কারণে অনলাইনে রিটার্ন দাখিলে অসমর্থ করদাতার জন্য অফলাইনেও রিটার্ন দাখিলের সুবিধা রাখা হয়। তবে এ সুবিধার জন্য সংশ্লিষ্ট সার্কেল অফিসের উপ কর কমিশনারের নিকট অসমর্থের কারণ ব্যাখ্যা করে আবেদন করতে হবে। সে আবেদনের শেষ দিন নির্ধারণ করা হয়েছিল ৩১ অক্টোবর।

৩১ অক্টোবরের সময়সীমা বাড়িয়ে ১৫ নভেম্বর করা হয়েছে।

তবে অনলাইনে রিটার্ন দাখিলে সুবিধা হলেও বেশ কিছু বিড়ম্বনার মুখেও পড়েছেন করদাতারা। বিড়ম্বনার শিকার হওয়া করদাতারা বলছেন, মোবাইল ফোনে নির্দিষ্ট সময়ের মধ্যে ওটিপি না আসা, ওয়েবপেজ লোডিং হতে দীর্ঘ সময় নেয়া। এ ধরনের সমস্যাসহ আরও কোন জটিলতার কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে অপারগ করদাতার জন্য বিশেষ অনুমতি-সাপেক্ষে অফলাইনেও রিটার্ন দাখিলের ব্যবস্থা করা হয়েছে।

এনবিআর জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ আমার দেশকে বলেন, সার্ভারসহ যে কোন জটিলতায় যদি কোন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন তাহলে করদাতা সংশ্লিষ্ট সার্কেল অফিসে উপ-কমিশনার বরাবর আবেদন করতে পারেন। তিনি আবেদন যাচাই করে করদাতাকে অফলাইনে রিটার্ন জমা দেওয়ার অনুমোদন দিতে পারেন। ৩১ অক্টোবর আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল। আজ তা বাড়িয়ে ১৫ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত