বিদায়ী অর্থ বছরে ১৭ লাখের বেশি অনলাইনে রিটার্ন জমা

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ২১: ৫০

বিদায়ী অর্থ বছরে প্রায় (২০২৪-২০২৫) ১৭ লাখ ১৩ হাজার আয়করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। অপরদিকে ২১ লাখ ৬৫ হাজারের বেশি করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়কর সেবা করদাতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিজ্ঞাবদ্ধ। জাতীয় রাজস্ব বোর্ডের অটোমেশনের আওতায় অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে করদাতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্বত:স্ফূর্ত রিটার্ন দাখিলে করদাতাদের উদ্বুদ্ধ করেছে। করদাতাদের চাহিদা ও মতামতের ভিত্তিতে অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া ক্রমশ সহজিকরণ ও অধিকতর করদাতাবান্ধবকরণ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, করদাতাদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষে সারা বছর ধরে অনলাইনে রিটার্ন দাখিল এবং অনলাইনে তাৎক্ষণিক আয়কর সনদ প্রদান অব্যাহত ছিল যা চলমান থাকবে। সেই সাথে রিটার্ন দাখিলের পর করদাতা কর্তৃক রিটার্নে কোন ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আয়কর আইন ২০২৩ এর ১৮০(১) ধারা মোতাবেক মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় ঘরে বসেই সহজে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ অব্যাহত থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত