আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এসি ক্রেতাদের জন্য বিশেষ অফার চালু করেছে গ্রী

আমার দেশ অনলাইন
এসি ক্রেতাদের জন্য বিশেষ অফার চালু করেছে গ্রী

এয়ার কন্ডিশনার ব্র্যান্ড গ্রী খুচরা পর্যায়ের ক্রেতাদের জন্য ‘গ্রী ফরচুন অফার’ নামে মোবাইল ওয়েব অ্যাপস ভিত্তিক এক বিশেষ অফার চালু করেছে।

ইলেকট্রোমার্টের কর্পোরেট অফিসের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘গ্রী ফরচুন অফার’ কার্যক্রম চালুর ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

গ্রী বা হাইকো এসি ক্রয় করার পর গ্রাহকেরা তাদের মোবাইলের মাধ্যমে গ্রী ফরচুন অফারে অংশগ্রহণ করতে পারবেন। এই অফারে অংশগ্রহণকারীরা মোবাইলের মাধ্যমে স্পিনিং হুইল ঘুরিয়ে নিশ্চিত উপহার জেতার সুযোগ পাবেন যার মধ্যে রয়েছে নগদ ছাড় অথবা আকর্ষণীয় উপহার সামগ্রী।

গ্রী ফরচুন অফার ইলেকট্রোমার্টের সকল রিটেইল শোরুম এবং পার্টনার শোরুমের মাধ্যমে সহজেই উপভোগ করা যাবে। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে ইলেকট্রো মার্ট ২৫ বছরেরও অধিক সময় ধরে বাংলাদেশে বিশ্বস্ততা, সুনাম ও আস্থার সাথে গ্রী এসি উৎপাদন ও সরবরাহ করে আসছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইলেকট্রোমার্ট গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, নুরুল আজিম সানি, জিএম সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী, এনএসএম রিটেইল অপারেশন মো. জুলহক হোসাইন এবং অন্যান্য উর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন