
অর্থনৈতিক রিপোর্টার

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের আয়কর রিটার্ন ফাঁস করার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার রমনা থানায় সাইবার সিকিউরিটি আইনে মামলাটি দায়ের করা হয়।
জানা গেছে, কর অঞ্চল-৪ এর সহকারী কর কমিশনার আতাহার আলী খান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে নথি গায়েব ও ফেসবুক পেইজের এটি লিংক সংযুক্ত করা হয়। তবে চেয়ারম্যান আবদুর রহমান খানের আর্যকর রিটার্ন ফাঁসের বিষয়ে কোন কিছু উল্লেখ্য করা হয়নি।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক আমার দেশকে বলেন, কারও নাম উল্লেখ না করে একটি মামলা হয়েছে। মামলার এজহারে ফেসবুক পেজের একটি লিংক দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২৩ আয়কর বর্ষের রিটার্নের তথ্য প্রকাশ করেন। গত ২৯ সেপ্টেম্বর রিটার্নের তথ্য প্রকাশ করে বেশ কিছু অসঙ্গতিও তুলে ধরেন।
এদিকে চেয়ারম্যান আবদুর রহমান খানের রিটার্ন প্রকাশিত হলে এনবিআর কর্মকর্তাদের মধ্যে তোলপাড় তৈরি হয়। সরকারি কর্মকর্তা হিসাবে কর অঞ্চল-৪ এ ওইসব করবর্ষের আয়কর রিটার্ন জমা দেন আবদুর রহমান খান। অবশ্য যে তিন করবর্ষের আয়কর রিটার্নের তথ্য ফাঁস হয়েছে ওই সময় তিনি এনবিআর চেয়ারম্যান ছিলেন না। গত বছরের ১৫ আগস্ট আবদুর রহমান খানকে সরকার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং এনবিআরের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেন।
চলতি বছরের মে মাসে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব বাস্তবায়ন বিভাগ নামে দুটি বিভাগ গঠনে অধ্যাদেশ জারি করে সরকার। ওই অধ্যাদেশ বাতিল করার দাবিতে আন্দোলন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তাদের দাবির প্রেক্ষিতে অধ্যাদেশে বেশ কিছু পরিবর্তনও আনা হয়। তবে অধ্যাদেশ বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলনের এক পর্যায়ে চেয়ারম্যানের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করে। অপসারণের দাবিতে রাজস্ব ভবনে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণাসহ, কলম বিরতি, অবস্থান ধর্মঘট, মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারিরা। আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতিত সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ করে দেন আন্দোলনকারীরা। সরকারের কঠোর অবস্থান ও আন্দোলনকারীসহ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত কার্যক্রম চলমান থাকার ঘোষণার পর ২ জুন আন্দোলন প্রত্যাহার করে নেয় তারা। আন্দোলন প্রত্যাহারের পর আন্দোলনে সম্পৃক্তদের অনেককে চাকুরিচ্যুত করা হয় কিংবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অনেককে শাস্তিমূলক বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের আয়কর রিটার্ন ফাঁস করার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার রমনা থানায় সাইবার সিকিউরিটি আইনে মামলাটি দায়ের করা হয়।
জানা গেছে, কর অঞ্চল-৪ এর সহকারী কর কমিশনার আতাহার আলী খান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে নথি গায়েব ও ফেসবুক পেইজের এটি লিংক সংযুক্ত করা হয়। তবে চেয়ারম্যান আবদুর রহমান খানের আর্যকর রিটার্ন ফাঁসের বিষয়ে কোন কিছু উল্লেখ্য করা হয়নি।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক আমার দেশকে বলেন, কারও নাম উল্লেখ না করে একটি মামলা হয়েছে। মামলার এজহারে ফেসবুক পেজের একটি লিংক দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২৩ আয়কর বর্ষের রিটার্নের তথ্য প্রকাশ করেন। গত ২৯ সেপ্টেম্বর রিটার্নের তথ্য প্রকাশ করে বেশ কিছু অসঙ্গতিও তুলে ধরেন।
এদিকে চেয়ারম্যান আবদুর রহমান খানের রিটার্ন প্রকাশিত হলে এনবিআর কর্মকর্তাদের মধ্যে তোলপাড় তৈরি হয়। সরকারি কর্মকর্তা হিসাবে কর অঞ্চল-৪ এ ওইসব করবর্ষের আয়কর রিটার্ন জমা দেন আবদুর রহমান খান। অবশ্য যে তিন করবর্ষের আয়কর রিটার্নের তথ্য ফাঁস হয়েছে ওই সময় তিনি এনবিআর চেয়ারম্যান ছিলেন না। গত বছরের ১৫ আগস্ট আবদুর রহমান খানকে সরকার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং এনবিআরের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেন।
চলতি বছরের মে মাসে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব বাস্তবায়ন বিভাগ নামে দুটি বিভাগ গঠনে অধ্যাদেশ জারি করে সরকার। ওই অধ্যাদেশ বাতিল করার দাবিতে আন্দোলন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তাদের দাবির প্রেক্ষিতে অধ্যাদেশে বেশ কিছু পরিবর্তনও আনা হয়। তবে অধ্যাদেশ বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলনের এক পর্যায়ে চেয়ারম্যানের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করে। অপসারণের দাবিতে রাজস্ব ভবনে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণাসহ, কলম বিরতি, অবস্থান ধর্মঘট, মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারিরা। আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতিত সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ করে দেন আন্দোলনকারীরা। সরকারের কঠোর অবস্থান ও আন্দোলনকারীসহ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত কার্যক্রম চলমান থাকার ঘোষণার পর ২ জুন আন্দোলন প্রত্যাহার করে নেয় তারা। আন্দোলন প্রত্যাহারের পর আন্দোলনে সম্পৃক্তদের অনেককে চাকুরিচ্যুত করা হয় কিংবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অনেককে শাস্তিমূলক বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত ৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৮ বিলিয়ন ডলার। রেমিট্যান্স প্রবাহ ভালো থাকায় রিজার্ভ শক্ত অবস্থানে রয়েছে।
২৭ মিনিট আগে
১৭টি কর্পোরেট প্রতিষ্ঠান ব্যবহার করে গত ৪ বছরে বৈদেশিক বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন দেশে পাচারের ঘটনা ঘটেছে। এই অর্থ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এএসএফ রহমান, ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, আহমেদ শায়ান ফজলুর রহমান ও আহমেদ শাহরিয়ার রহমানসহ মোট ২৮ জন।
১ ঘণ্টা আগে
সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামি ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাংকের নাম হলো সম্মিলিতি ইসলামী ব্যাংক। কার্যক্রম শুরু করতে সম্মিলিত ইসলামী ব্যাংকে লাইসেন্সের জন্য প্রাথমিক সম্মতিপত্র (এলওআই বা লেটার অব ইনটেন্ট) দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ঘোষিত
২ ঘণ্টা আগে
চলতি নভেম্বরের প্রথম ৮ দিনে দেশে ৭৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৪৩ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ হাজার ১৯৮ কোটি ৮০ লাখ টাকা।
৩ ঘণ্টা আগে