ব্যাংক খাতে খেলাপি ঋণের অবস্থা নাজুক। এমন পরিস্থিতিতে খেলাপি ঋণ কমাতে ঋণ অবলোপনের শর্ত আরও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।
আগে মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ অবলোপন করতে হলে সংশ্লিষ্ট গ্রাহককে ৩০ দিনের নোটিশ দিয়ে জানাতে হতো। এখন থেকে কোনো ঋণ হিসাব অবলোপনের ১০ কর্মদিবস আগে ঋণগ্রহীতাকে নোটিশ প্রদানের মাধ্যমে বিষয়টি অবহিত করতে হবে। বুধবার বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
ব্যাংকগুলো শতভাগ নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করে অবলোপনের মাধ্যমে খেলাপি ঋণ স্থিতিপত্র থেকে সরিয়ে রাখতে পারে।
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের এক নির্দেশনায় ঋণ অবলোপনের শর্ত শিথিল করা হয়। এতে বলা হয়, যেসব ঋণ টানা দুই বছর মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত থাকে, কেবল সেসব ঋণই অবলোপন করা যাবে। তবে গত মাসে এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ক্ষতিজনক মানে শ্রেণিকৃত যেসব ঋণ আদায়ের সম্ভাবনা ক্ষীণ, সেগুলো অবলোপন করা যাবে। অধিক পুরোনো খেলাপি ঋণকে অগ্রাধিকার দিয়ে অবলোপন করতে হবে। এ ক্ষেত্রে অবলোপনের কমপক্ষে ৩০ কর্মদিবস আগে ঋণগ্রহীতাকে নোটিশ দিতে হবে।
আজকের সার্কুলারে বলা হয়েছে, যেসব পুরোনো শ্রেণিকৃত ঋণ বহুদিন ধরে ঝুলে আছে, সেগুলো অবলোপনে অগ্রাধিকার দিতে হবে। তবে এ ক্ষেত্রে কমপক্ষে ১০ কর্মদিবস আগে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাকে নোটিশ দিয়ে বিষয়টি জানাতে হবে।

