বিদেশে ভাষা শিক্ষা কোর্সের খরচ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ২২ মে ২০২৫, ১৮: ২৩

ভাষা শিক্ষা কোর্সে ভর্তি ও পড়াশোনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে বিদেশে ডলার পাঠাতে হতো। তবে এখন থেকে আর অনুমতি লাগবে না। ব্যাংকগুলো ভাষা শিক্ষা কোর্সে ভর্তি ও পড়াশোনার এ অর্থ পাঠাতে পারবে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

খাত সংশ্লিষ্টরা মনে করেন, ভাষা শিক্ষা কোর্স বিদেশে চাকরি পাওয়ার জন্য সহজ পন্থা হিসেবে কাজ করে। বিশেষ করে জাপানে ভাষা শিক্ষা কোর্স সার্টিফিকেট থাকলে চাকরি পেতে সুবিধা হয়। এই প্রক্রিয়ায় রিক্রুটিং এজেন্সির সংশ্লিষ্টতা থাকার প্রয়োজন হয় না। তারা বলেন, নতুন এই নীতির ফলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাচেলর, পোস্ট গ্র্যাজুয়েট, কিংবা ব্যাচেলর ডিগ্রির পূর্বশর্ত হিসেবে ভাষা শিক্ষা কোর্স এবং পেশাগত ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য বৈদেশিক মুদ্রা ছাড় করার জন্য ব্যাংকগুলো অনুমোদন দেওয়া হলো। এখন থেকে শিক্ষার্থীরা ভাষা শিক্ষা কোর্সে ভর্তি ফি ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত