বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাসিক ভাতা বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১৫: ৫৩

সামাজিক সুরক্ষার অংশ হিসাবে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা, প্রতিবন্ধীদের ভাতার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আজ সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামী অর্থ বছরের (২০২৫-২৬) বাজেট বক্তৃতায় ভাতা বাড়ানোর এ প্রস্তাব করেন।

প্রস্তাব অনুযায়ী, বয়স্ক ভাতার মাসিক হার ৬০০ টাকা হতে ৬৫০ টাকায়, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের মাসিক ভাতা ৫৫০ টাকা হতে ৬৫০ টাকায়, প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৮৫০ টাকা হতে ৯০০ টাকায়, এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত মাসিক ভাতার হার ৮০০ হতে ৮৫০ টাকায় বৃদ্ধি। এছাড়া, অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার ৬৫০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত