দেশের সকল স্বাভাবিক ব্যক্তির জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এ সংক্রান্ত একটি আদেশ জারি করছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
আয়কর আইন ২০২৩ এর ধারা ৩২৮ এর উপধারা (৪) এর ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে। আগামীকাল সোমবার হতে এ আদেশ কার্যকর হবে।
তবে চার শ্রেণির ব্যক্তিকে বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে। এরা হলেন, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত ব্যক্তির পক্ষে প্রতিনিধি।

