আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্যক্তি করদাতাদের আয়কর অনলাইনে দাখিল বাধ্যতামূলক

অর্থনৈতিক রিপোর্টার
ব্যক্তি করদাতাদের আয়কর অনলাইনে দাখিল বাধ্যতামূলক

দেশের সকল স্বাভাবিক ব্যক্তির জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এ সংক্রান্ত একটি আদেশ জারি করছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

আয়কর আইন ২০২৩ এর ধারা ৩২৮ এর উপধারা (৪) এর ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে। আগামীকাল সোমবার হতে এ আদেশ কার্যকর হবে।

বিজ্ঞাপন

তবে চার শ্রেণির ব্যক্তিকে বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে। এরা হলেন, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত ব্যক্তির পক্ষে প্রতিনিধি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন