ইফার সেমিনারে বক্তারা
স্টাফ রিপোর্টার
জাকাত বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে বিশিষ্ট আলেম-ওলামা বলেছেন, প্রতিটি মুসলিম ধনী ব্যক্তির সম্পদকে সুরক্ষিত করতে জাকাত আদায় নিশ্চিত করতে হবে। জাকাত সঠিকভাবে আদায় না করলে তাদের সম্পদ ধ্বংস হবে। সঠিকভাবে যাকাত দিলে অন্তত দুই বছর পর দেশে জাকাত নেয়ার লোক থাকবে না।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ঢাকা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে "জাকাতের অর্থ সংগ্রহ ও প্রবৃদ্ধির লক্ষ্যে দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা" শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড গভর্নর ও বেফাকের মহাসচিব আল্লামা মাহফুজুল হক। এছাড়াও মাদারীপুরের শিবচর জামেআতুস সুন্নাহ মাদ্সার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা নেয়ামতুল্লাহ আল-ফরিদী, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যুগ্ম সচিব মোঃ আব্দুর রহিম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ আনিছুর রহমান সরকার, মহিউদ্দিন মাহিন, মোঃ আব্দুল হামিদ খান, উপপরিচালক হুমায়ুন কবির, আবুল কাশেম প্রমুখ।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান বলেন, আল্লাহর নির্দেশ মতে ধনী ও দরিদ্র মানুষের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে জাকাত আদায় নিশ্চিত করতে হবে। দেশে প্রচলিত জাকাতের সুষম বন্টন নিশ্চত করতে প্রযুক্তির ব্যবহার আরো বাড়ানো যেতে পারে। আমাদের আলেম ও ওলামাগণ জাকাত যে ফরজ ইবাদত এ বিষয়ে সবাইকে বোঝাতে হবে।
আল্লামা মাহফুজুল হক বলেন, জাকাত আদায় ও বণ্টন আরো সুচারুরূপে করতে আমাদের আরো অনেক কিছু করণীয় আছে। আমরা সেই চেষ্টা করতে বদ্ধপরিকর।
আল্লামা নেয়ামতুল্লাহ আল-ফরিদী বলেন, বাংলাদেশের মানুষ সঠিক ভাবে জাকাত দিলে দেশে কোন দরিদ্র মানুষ থাকবে না। সঠিকভাবে যাকাত দিলে অন্তত দুই বছর পর আমাদের দেশে জাকাত নেয়ার লোক থাকবে না।
জাকাত বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে বিশিষ্ট আলেম-ওলামা বলেছেন, প্রতিটি মুসলিম ধনী ব্যক্তির সম্পদকে সুরক্ষিত করতে জাকাত আদায় নিশ্চিত করতে হবে। জাকাত সঠিকভাবে আদায় না করলে তাদের সম্পদ ধ্বংস হবে। সঠিকভাবে যাকাত দিলে অন্তত দুই বছর পর দেশে জাকাত নেয়ার লোক থাকবে না।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ঢাকা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে "জাকাতের অর্থ সংগ্রহ ও প্রবৃদ্ধির লক্ষ্যে দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা" শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড গভর্নর ও বেফাকের মহাসচিব আল্লামা মাহফুজুল হক। এছাড়াও মাদারীপুরের শিবচর জামেআতুস সুন্নাহ মাদ্সার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা নেয়ামতুল্লাহ আল-ফরিদী, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যুগ্ম সচিব মোঃ আব্দুর রহিম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ আনিছুর রহমান সরকার, মহিউদ্দিন মাহিন, মোঃ আব্দুল হামিদ খান, উপপরিচালক হুমায়ুন কবির, আবুল কাশেম প্রমুখ।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান বলেন, আল্লাহর নির্দেশ মতে ধনী ও দরিদ্র মানুষের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে জাকাত আদায় নিশ্চিত করতে হবে। দেশে প্রচলিত জাকাতের সুষম বন্টন নিশ্চত করতে প্রযুক্তির ব্যবহার আরো বাড়ানো যেতে পারে। আমাদের আলেম ও ওলামাগণ জাকাত যে ফরজ ইবাদত এ বিষয়ে সবাইকে বোঝাতে হবে।
আল্লামা মাহফুজুল হক বলেন, জাকাত আদায় ও বণ্টন আরো সুচারুরূপে করতে আমাদের আরো অনেক কিছু করণীয় আছে। আমরা সেই চেষ্টা করতে বদ্ধপরিকর।
আল্লামা নেয়ামতুল্লাহ আল-ফরিদী বলেন, বাংলাদেশের মানুষ সঠিক ভাবে জাকাত দিলে দেশে কোন দরিদ্র মানুষ থাকবে না। সঠিকভাবে যাকাত দিলে অন্তত দুই বছর পর আমাদের দেশে জাকাত নেয়ার লোক থাকবে না।
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ঢামেক হাসপাতাল ভর্তি হয়েছেন। তাদেরকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। আহতরা হলেন, নরসিংদীর মাদবদী এলাকার ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী মো: সজল (৩০), ও আলামিন(২৭)।
১ ঘণ্টা আগেরাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতনামা পুরুষের বয়স আনুমানিক ৬০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেনাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগেমেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
৫ ঘণ্টা আগে