রাজধানীতে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ২০: ১৭

ঢাকা জেলার আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলো: আল-আমিন (৩৮) এবং তার দুই সহযোগী রাজিব হোসেন (৩৮) ও জুয়েল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। শুক্রবার র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, ১৪ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানার বালিয়ারপুর বাসস্ট্যান্ড থেকে আল-আমিনকে এবং দেওয়নবাড়ি এলাকা থেকে জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে আশুলিয়ার পাড়াগ্রামে অভিযান চালিয়ে রাজিব হোসেনকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। এর আগে আল-আমিনকে ধরতে একাধিকবার অভিযান চালানো হলেও সে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আন্তঃজেলা সন্ত্রাসী ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, বাড়িঘর চিহ্নিত করে ডাকাতি, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস, ট্রাক ও গার্মেন্টস পণ্যবাহী কাভার্ডভ্যানে ডাকাতির সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত