আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপি নেতাকর্মীদের বিনামূল্যে চিকিৎসা সেবায় ড্যাবের ২৫ টিম

স্টাফ রিপোর্টার

বিএনপি নেতাকর্মীদের বিনামূল্যে চিকিৎসা সেবায় ড্যাবের ২৫ টিম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে জড়ো হওয়া লাখ লাখ মানুষের জরুরি চিকিৎসা সহায়তায় মাঠে নেমেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বৃহস্পতিবার উত্তরা হাউজবিল্ডিং এলাকায় একটি টিমের দায়িত্বে থাকা ড্যাব বারডেম শাখার জয়েন্ট সেক্রেটারি ডা. আহসান হাবিব রাফি আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

আহসান হাবিব জানান, আজ সকাল ৬টা থেকে ঢাকায় আগত নেতাকর্মীদের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে। বিমানবন্দর ও ৩০০ ফিটকেন্দ্রিক ভিড় ও জনসমাগমকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশ পথে মোট ২৫টি মেডিকেল টিম রাখা হয়েছে। এসব টিমে অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকরা রয়েছেন। গ্যাসজনিত অসুস্থতা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, পানিশূন্যতা ও হালকা আঘাতপ্রাপ্তদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে।

তিনি জানান, শান্তিপূর্ণ কর্মসূচিতে ও তারেক রহমানকে স্বাগত জানাতে আসা সাধারণ মানুষের যেন কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়তে না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সকাল থেকেই আবদুল্লাহপুর, উত্তরা, বিমানবন্দর সড়ক ও কুড়িলসহ ঢাকাজুড়ে মেডিকেল টিমগুলো চিকিৎসা সেবা দিচ্ছে।

তারেক রহমানের দীর্ঘদিন পর দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীতে যে জনস্রোত তৈরি হয়েছে, সেখানে ড্যাবের এই মানবিক উদ্যোগ স্বাগত জানিয়েছেন উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন