দিনাজপুরে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল বুধবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৬টায় দেশের উত্তরাঞ্চলের অন্যান্য কয়েকটি স্থানের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিম্নরুপ : তেতুলিয়া (পঞ্চগড়) ১০.৬, সৈয়দপুর ১০.৫, রংপুর ১১.২, বগুড়া ১২.০, ঈশ্বরদী (পাবনা) ১২.৫, রাজারহাট (কুড়িগ্রাম) ১১.৫, ডিমলা (নীলফামারী) ১১.০, বদলগাছি (নওগাঁ) ১২.২, যশোর ১১.৮ ও চুয়াডাঙ্গা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

