নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪৬

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ০৭ (সাত) নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলো- ১। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা (২৭) ২। নীলফামারী জেলার ডোমার থানা জোড়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান টিটুল (৩৫) ৩। নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ইউসুফ ওরফে হৃদয় (২৮) ৪। ডেমরা থানা ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বাকি বিল্লাহ বাবুল (৪৮) ৫। পঞ্চগড় জেলা পরিষদের সদস্য ও দেবিগঞ্জ উপজেলা আওয়ামী লীগর সাংগঠনিক সম্পাদক মো. হারুন-অর- রশিদ (৪৫) ৬। বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্নীল আহমেদ কামাল (২৮) ও ৭। ঢাকা মহানগর দক্ষিণ ২০ নং ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. সোহেল তাজ (৪৮)।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১:৫৫টার সময় ডিবি-গুলশান বিভাগ উত্তরা পশ্চিম থানাধীন তিন নম্বর সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ রানাকে গ্রেপ্তার করে। একই দিন রাত আনুমানিক ১১:৩৫টার সময় উত্তরখান থানাধীন কাঁচকুড়া বাজার এলাকা থেকে মোস্তাফিজুর রহমান টিটুলকে গ্রেপ্তার করে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম। মো. ইউসুফ ওরফে হৃদয় ও মো. বাকি বিল্লাহ বাবুলকে রাত আনুমানিক ১১:৪৫টার সময় রাজধানীতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগ।

ডিবি সূত্রে আরো জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ০৪:৩০টার সময় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো. হারুন-অর- রশিদকে গ্রেপ্তার করে। স্বপ্নীল আহমেদ কামালকে দুপুর আনুমানিক ০২:৩৫ টার সময় চকবাজার থানাধীন মিটফোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ। একই দিন বিকাল আনুমানিক ০৪:৩৫টার সময় শাহবাগ থানার আনন্দ বাজার এলাকা থেকে মো. সোহেল তাজকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত