নির্মাণাধীন ভবন থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৬: ৫৭

​রাজধানীর যাত্রাবাড়ী সায়দাবাদ এলাকায় একটি পরিত্যক্ত নির্মাণাধীন ভবনের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত যুবকের অর্ধ পচনশীল লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের দুই পা বাঁধা এবং গলায় ফাঁস লাগানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ওই যুবককে শ্বাসরোধে হত্যা করে লাশ বস্তাবন্দি করে ওই স্থানে ফেলে রেখে যায়।

বিজ্ঞাপন

​যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে ৯৯৯-এ সংবাদ পেয়ে রাত আনুমানিক ১টার দিকে পুলিশ সায়েদাবাদ এলাকার ফারুক আহমেদের একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবনের নিচ তলা থেকে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করে।

​যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত লাশটি অর্ধ পচনশীল অবস্থায় ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। লাশের গলায় গেঞ্জির কাপড়ের টুকরো দিয়ে ফাঁস লাগানো ছিল এবং দুই পা ছিল রশি দিয়ে বাঁধা। এছাড়া, মৃতদেহের জিহ্বা বাহির কামড়ানো অবস্থায় ছিল, যা শ্বাসরোধে হত্যার একটি আলামত বলে মনে করা হচ্ছে।

​নিহতের পরনে ছিল গোলাপি রঙের হাফ হাতা গেঞ্জি ও কালো জিন্স প্যান্ট। তার বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

​আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরের দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

​পুলিশ কর্মকর্তা রাসেল সরকার আরও জানান, অজ্ঞাত এই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। দুর্বৃত্তদের খুঁজে বের করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

আমার দেশ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত