সাংবাদিক এ ইউ এম ফখরুদ্দীনের ৫ম মৃত্যুবার্ষিকী কাল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৯: ২৮

বিশিষ্ট সাংবাদিক এ ইউ এম ফখরুদ্দীনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৪ অক্টোবর।কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দ্য ডেইলি মিরর (লন্ডন) পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি ছিলেন।

১৯৫৮ সালে ‘কচি কাঁচার আসর’-এর আহ্বায়ক হিসাবে গণমাধ্যমে তার যাত্রা শুরু। এরপর তৎকালীন দ্য পাকিস্তান অবজারভার, দ্য মর্নিং নিউজ এবং বাংলাদেশ টাইমস পত্রিকায় অসংখ্য নিবন্ধ লিখেছেন ফখরুদ্দিন। ছাত্রজীবনে স্নাতক পাসের আগেই ফখরুদ্দিনের শেক্সপিয়রের ‘সনেট’-এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক ও লেখক জন পিলজার তার বিখ্যাত বই ‘হিরোস’ এ ফখরুদ্দিনকে নিয়ে প্রায় তিন পৃষ্ঠার একটি মুখবন্ধ লেখেন, যেখানে তার একটি ছবিও ছিল। বইটি প্রথম ১৯৮৬ সালে লন্ডনের জোনাথন কেপ থেকে এবং দ্বিতীয়বার ১৯৮৯ সালে লন্ডনের প্যান বুকস লিমিটেড থেকে প্রকাশিত হয়। বইটি সমসাময়িক বৈশ্বিক ঘটনা নিয়ে লেখা।

ফখরুদ্দিন রচিত দেশাত্মবোধক গান ‘ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের শোভা’ ১৯৭২ সালে রেকর্ড করা হয়। দেশে বিদেশে গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি ‘উইকলি হলিডে’ পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেন।
বহু প্রতিভার অধিকারী এই সাংবাদিক ৭৫ বছর বয়সে ২০২০ সালের ২৪ অক্টোবর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

আমার দেশ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত