রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ১ ও বাসের ধাক্কায় নিহত ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৫১
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ১৬
প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আকরাম শেখ (৩০)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০১ নম্বর ওয়ার্ডে মারা যান তিনি।

যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মো. সাকিব (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। একইদিন বিকেল চারটার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা ফ্লাইওভারে উপরে এ দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

কামরাঙ্গীরচর এলাকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন কামরাঙ্গীরচর থানা উপ পরিদর্শক এসআই মো. আতিকুর রহমান ভূঁইয়া বলেন, আকরাম পেশার ব্যাটারিতে রিক্সা চালক ছিলেন। বুধবার দিবাগত সাড়ে তিনটার দিকে কামরাঙ্গীরচর মুন্সি হাঁটি মুড়ি ফ্যাক্টরির সামনে ছিনতাইকারীরা রিকশা ছিনতাই এর উদ্দেশ্যে তাকে গলার ডান পাশেও ডান পাজোরে এলোপাথাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত করে।

থানা পুলিশের টহল টিম স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মারা যান তিনি।

এস আই আরো বলেন তবে তার রিকশাটি নিতে পারেনি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত আকরাম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কোলকি পাড়া গ্রামের ধলু শেখের ছেলে। কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলের জনক ছিলেন তিনি।

যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের বন্ধু মো. আব্দুল কাদের বলেন, আমরা ভাঙ্গারি টোকানোর কাজ করি, বিকেলে কয়েক বন্ধু মিলে যাত্রাবাড়ী ফ্লাইওভারে ভাঙ্গারি টোকাতে এসেছিলাম। সেখানে দ্রুতগতির একটি বাস শাকিবকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃত সাকিব ডেমরা রাজাখালি এলাকায় থাকতো।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত