আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়: ডিএমপি

স্টাফ রিপোর্টার
সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়: ডিএমপি

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার কেস ডায়েরি পুড়ে যাওয়ার যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্তের মেয়াদ আরো ৬ মাস বাড়ানো হয়েছে। এ নিয়ে কেউ কেউ ডিবির নথি পুড়ে যাওয়ার সংবাদ প্রচার করছেন, যা সঠিক নয়। আদালতে নথি পুড়ে যাওয়ার কোনো বিষয় বলা হয়নি। বরং এডিশনাল অ্যাটর্নি জেনারেল আরশাদ রউফ আদালতকে জানান, ডিবির অধিকাংশ কর্মকর্তার বদলি হওয়ায় পুরনো নথিগুলো খুঁজে পেতে সময় লাগছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন