কোনো চক্রান্ত করে নির্বাচনি ট্রেন থামানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। তিনি বলেন, নির্বাচনি ট্রেনে দেশবাসী উঠে পড়েছে। এদেশের জনগণ সব সময় ধানের শীষের পক্ষে ছিলেন, আসন্ন নির্বাচনেও এর ব্যত্যয় হবে না ইনশাআল্লাহ।
মঙ্গলবার রাজধানীর হাজারীবাগে এক উঠান বৈঠক তিনি এসব কথা বলেন।
উঠান বৈঠকের শুরুতে বিএনপি চেয়ারপারসনে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন ব্যারিষ্টার অসীম। তিনি প্রত্যাশা করেন, খুব দ্রুততম সময়ের মধ্যেই দেশনেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, ইনশাআল্লাহ।
তিনি বলেন, আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগ্য নেতৃত্বের প্রতি দেশবাসী আস্থাশীল। আওয়ামী লীগ সারাজীবন মিথ্যার রাজনীতি করেছে, জনগণকে ধোঁকা দিয়েছে। আওয়ামী লীগের নেত্রী যেভাবে এখনো মিথ্যাচার করছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উচিত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বয়কট করা।
উঠান বৈঠকে স্থানীয় এলাকাবাসী তাদের নানান সমস্যার কথা তুলে ধরেন। এসময় ব্যারিস্টার অসীম বলেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে সব সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
ব্যারিস্টার অসীম বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহবান থাকবে, একটি অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য তারা যেন অধিক মনোযোগী হন। উপদেষ্টাদের মধ্যে যারা উন্নয়নমুলক কাজের ক্ষেত্রে বৈষম্য করেছেন, দুর্নীতি করেছেন তাদেরকে অবিলম্বে উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য জোর দাবী জানান।

